০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

হবিগঞ্জে ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৬:৪৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৩ বার পড়া হয়েছে।

যাত্রীকে হয়রানির অভিযোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজিদুল ইসলাম সোহাগসহ চার পুলিশ সদস্যের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। দ্রুত বিচার আদালতের বিচারক মো. কামরুল হাসান মামলাটি এফআইআর করতে শায়েস্তাগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মামলাটি করেন সদর উপজেলার বড় বহুলা গ্রামের মশিউর রহমান জুয়েল। তিনি হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রসেস সার্ভার হিসেবে কর্মরত।

মামলার অন্য আসামিরা হলেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির নায়েক আরিফুল, কনস্টেবল রবি দাস, টিএসআই শাহজালাল, শায়েস্তাগঞ্জ পৌর এলাকার মহলুল সুনাম গ্রামের রাজু মিয়া, শাহ আলম ও রেল কলোনি এলাকার পলাশ মিয়া।

মামলা সূত্রে জানা যায়, মশিউর রহমান জুয়েল ঢাকা যাওয়ার উদ্দেশে গত ১৯ আগস্ট রাতে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে যান। ওই দিন রাত ১টার দিকে উপবন ট্রেন শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে আসার কথা থাকলেও বিলম্ব হয়। এ সময় মশিউর রহমান জুয়েল রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফরমে পায়চারি করা কালে কয়েকজন লোক তাকে হেনস্তা করে।

তার কাছ থেকে মানিব্যাগ ও মোবাইল কেড়ে নেয়। চিৎকার করলে মশিউর রহমান জুয়েলকে সহযোগিতা না করে উল্টো রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে পুলিশ সদস্যরা মারধর করেন। তাকে গাঁজা ও ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন, ‘বিষয়টি শুনেছি। কিন্তু এখনো কোর্টের এমন আদেশ থানায় পৌঁছায়নি। কোর্টের আদেশ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন