০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ০৬:০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬৭ বার পড়া হয়েছে।

আজ শুক্রবার, ৫ সেপ্টেম্বর, দেশের অর্থনীতির অন্যতম রূপকার, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী। ২০০৯ সালের এ দিনে তিনি ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন।

জীবনের শুরু

১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজারের বাহারমর্দনে জন্মগ্রহণ করেন এম. সাইফুর রহমান। গ্রামের মক্তব ও পাঠশালায় প্রাথমিক শিক্ষা গ্রহণের পর ১৯৪০ সালে ভর্তি হন জগৎসী গোপালকৃষ্ণ উচ্চ ইংরেজি বিদ্যালয়ে। ১৯৪৯ সালে তিনি ম্যাট্রিকুলেশন পাশ করেন। এরপর সিলেট এমসি কলেজ থেকে আইকম সম্পন্ন করে ১৯৫১ সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ১৯৫৩ সালে স্নাতক সম্পন্ন করেন।

পেশাগত জীবনে সাফল্য

লন্ডনে ব্যারিস্টারি পড়ার পরিকল্পনা থাকলেও তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পেশাকে বেছে নেন। ১৯৫৯ সালে “ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস” থেকে ফেলোশিপ অর্জন করেন। একই সঙ্গে আর্থিক নীতি ও উন্নয়ন অর্থনীতিতে বিশেষায়িত শিক্ষা লাভ করেন।

রাজনৈতিক জীবন ও অবদান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠালগ্নেই তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। মৌলভীবাজার ও সিলেট থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং ২০০৬ সালের ৮ জুন সংসদে দ্বাদশ বাজেট উপস্থাপন করে দেশের ইতিহাসে সর্বাধিক সংখ্যক বাজেট উপস্থাপনের রেকর্ড গড়েন।

তিনি দেশের অর্থনীতিতে যুগান্তকারী সংস্কার করেন—কর ব্যবস্থার আধুনিকায়ন, মুক্তবাজার অর্থনীতি চালু, ভ্যাট প্রবর্তনসহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। তার সাহসী পদক্ষেপই আজকের বাংলাদেশের অর্থনৈতিক ভিতকে শক্তিশালী করেছে।

মৃত্যু ও স্মরণসভা

২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের নিজ বাড়ি থেকে ঢাকার পথে রওনা দিলে ব্রাহ্মণবাড়িয়ার খড়িয়ালা এলাকায় দুর্ঘটনায় নিহত হন তিনি।

তার ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে—

  • সকাল ১১টা: মৌলভীবাজারে কবর জিয়ারত ও শাহজালাল (রহ.) মসজিদ প্রাঙ্গণে বিশেষ দোয়া।

  • বাদ জুমা: সিলেট কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল।

  • বিকেল ৩টা: সিলেট শাহী ঈদগাহ শিল্পকলা একাডেমীতে স্মরণসভা, যেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য