তেতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

- আপডেট সময়ঃ ১১:২৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১৬৬ বার পড়া হয়েছে।

দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দল তেতলী ইউনিয়ন শাখার কর্মী সভা শুক্রবার (৫ সেপ্টেম্বর) তেতলী ইউনিয়ন জামিল আহমদের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক মল্লিকের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ নুরুল আমিনের পরিচালনায় সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন উপজেলার স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আবেদীন।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সৌদি প্রাদেশিক শাখার আহ্বায়ক জাকারিয়া আরিফ ফয়সাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, জেলা যুবদলের ১ম যুগ্ম সম্পাদক মাকসুদুল করীম নোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি সদস্য রুমেল আহমদ রোশন, সাইফুল আলম কোরেশি, কয়েছ আহমদ, তেতলী ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি হেলাল আহমদ, দুদু মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল মুকিত মুকুল, শাহেদ আহমদ, সেলিম আহমদ, হারুন মিয়া, রায়হান আহমদ, তেতলী ইউনিয়ন বিএনপি সহ স্বেচ্ছাসেবক সম্পাদক খসরুজ্জামান খসরু, ইউনিয়ন যুবদলের সভাপতি ফয়সাল আহমদ বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জামিল আহমদ, জালাল আহমদ, আরিফুর রহমান তারেক, আরব আলী, আব্দুল হান্নান, ইব্রাহিম আলী, সুমন আহমদ, ফয়েজ আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসন আর লুটপাটে ধ্বংসপ্রাপ্ত দেশ পূণঃগঠনে স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্ট ও লুটেরাগণ দেশকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে পালিয়েছে, গণতন্ত্র ফিরিয়ে এনে সকলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে। ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র মেরামতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সকল ষড়যন্ত্র ও চক্রান্ত উপেক্ষা করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দেশের স্বার্থে কাজ করতে হবে। এজন্য আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে একযোগে কাজ করতে হবে। বিএনপি বিজয়ী হলেই সম্ভব হবে আগামীর সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মান। তাই তৃনমূল স্বেচ্ছাসেবক দলের নেতাকমীদের আরো বেশী শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে কাজ করার আহবান জানান তিনি।