বিয়ানীবাজার সরকারি কলেজে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

- আপডেট সময়ঃ ০৬:৩৮:১১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজার সরকারি কলেজ মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে মিলাদ ও দোয়ার পাশাপাশি স্বরচিত কবিতা পাঠ, কুইজ ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
কলেজের সহকারী অধ্যাপক আতিকুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক মাসুদুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বীর আহমদ ও উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলাম। বক্তারা হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম থেকে শিক্ষাগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে কলেজ মসজিদের মুয়াজ্জিন মাওলানা আবু সাইদ পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন এবং শেষে কলেজ মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা মোশাহিদ আহমদ দোয়া পরিচালনা করেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে ক্রেস্ট, বই ও সনদপত্র তুলে দেন অতিথিরা। পুরস্কার গ্রহণের সময় শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে ইসলামিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।