মাধবপুরে সড়কের পাশে ঝোপঝাড়ে ডাকাতে আতঙ্কে যাত্রীরা

- আপডেট সময়ঃ ০৭:৫০:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / ২৪৭ বার পড়া হয়েছে।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধবপুর–মনতলা সড়কের দু’পাশে ঝোপঝাড় গজিয়ে ওঠায় আতঙ্কে রয়েছেন যাত্রী ও যানবাহন চালকরা। প্রতিদিনই ডাকাতি ও দুর্ঘটনার শঙ্কায় এ সড়কে চলাচল করতে হচ্ছে তাদের।’
স্থানীয়রা জানান, সড়কের দু’পাশে ঝোপঝাড়ের কারণে অন্ধকারে দুর্বৃত্তরা সহজেই লুকিয়ে থাকার সুযোগ পাচ্ছে। বিশেষ করে রাতের বেলায় এ সড়ক হয়ে উঠছে ভীতিকর। যাত্রীরা চলছেন ছিনতাইয়ের ভয়ে, আর চালকরা দুর্ঘটনার শঙ্কা নিয়ে।’
চালকরা বলেন, সড়কের টার্নিং পয়েন্টে ঝোপঝাড়ের কারণে একপাশ থেকে অপর পাশ দেখা যায় না। এতে যানবাহন ক্রসিং করতে সমস্যার সৃষ্টি হয় এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। এ কারণে সড়কটি দীর্ঘদিন ধরে স্থানীয়দের কাছে এক আতঙ্কের নাম হয়ে উঠেছে।’
এ প্রসঙ্গে স্থানীয়রা আরও বলেন, যেখানে ঝোপঝাড় বাড়ে, সেখানেই অপরাধ লুকিয়ে থাকার পথ খুঁজে পায়। রাস্তার পাশে যত্রতত্র ঝোপঝাড় শুধু সৌন্দর্যহানি ঘটাচ্ছে না, বরং অপরাধীদের আড়াল হিসেবেও ব্যবহৃত হচ্ছে। যেখানে আলো পৌঁছায় না, সেখানে নিরাপত্তাও হারিয়ে যায়।’
স্থানীয়দের দাবি, দ্রুত সড়কের দু’পাশের ঝোপঝাড় পরিষ্কার করে আলো ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হোক।’
এবিষয়ে জানতে চাইলে আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান মীর খুরশেদ আলম বলেন, গত উপজেলা মাসিক মিটিংয়ে সড়কের পাশে ঝোপঝাড়ের বিষয়ে তুলে ধরছি। এখানে কঠিন অবস্থা বড় বড় দা পাওয়া যায় ডাকাত লুকিয়ে থাকে এবং সন্ধ্যার পর শিয়াল মোটরসাইকেলের সামনে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা। মাধবপুর – মনতলা সড়কে শেউলিয়া এলাকার সড়কে দুই পাশে দ্রুত ঝোপঝাড় আগাছা পরিষ্কার না করা হলে বিপদের আশঙ্কা।
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।,