নারীদের মহানগরীর ফুটপাত ও রাস্তা দিয়ে চলাচল করা দুঃসাধ্য

- আপডেট সময়ঃ ০৯:৫৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / ১১৬ বার পড়া হয়েছে।

সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে আগামী ১০ সেপ্টেম্বর বুধবার বেলা ১০টায় হতে দুপুর ১টা পর্যন্ত ৩ (তিন) ঘন্টার অবস্থান কর্মসূচী সফলে ৭ সেপ্টেম্বর রবিবার বিকাল ৪টায় সিকস’র উত্তর জল্লারপারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট মহানগরীর বিভিন্ন অঙ্গনের নেতৃত্বশীল নারী নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নারী নেতৃবৃন্দরা বলেন, নারীদের সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দিয়ে চলাচল করা খুবই দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। ফুটপাত দিয়ে যাওয়ার সময় ফুটপাতে থাকা ভাসমান হকার এবং অবৈধ স্ট্যান্ডের রিক্সা ও সিএনজির চালকরা নারীদের দেখে অশালীন কথাবার্তা, কুরুচিপূর্ণ মন্তব্য ও অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে, যা আমাদের খুবই বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। তাই অনতিবিলম্বে অবৈধ গাড়ির স্ট্যান্ড ও ফুটপাত দখলমুক্ত করে নারী ও স্কুল কলেজগামী কিশোরী শিক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচলের সুযোগ করে দিতে হবে। অন্যথায় সিলেটের আপমর নারী সমাজকে নিয়ে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে। নগরীর ফুটপাত ও রাস্তা দিয়ে কোথাও ভালোভাবে হাঁটার ব্যবস্থা নেই! একদিকে ভ্রাম্যমাণ ব্যবসায়ী, আরেক দিকে স্থায়ী দোকানদের সাটারের বাহিরে দেকানদারী, এখন স্থায়ী দোকানদাররা নিজেদের দোকানের সাটারের সাথে কাউন্টার দেওয়ার ফলে ক্রেতারা ফুটপাতে দাঁড়িয়ে ঐ দোকানের পণ্য কিনেন! তাতে দোকানদারদের কারণেও মহানগরীর অনেক ফুটপাত দখল হয়ে আছে। আর অন্যদিকে নগরীর প্রায় সকল জায়গাতেই অবৈধ গাড়ির স্ট্যান্ড, আবার যেখানে মন চায় সেখানেই গাড়ি পার্কিং করে রাখা। এসব দেখে মনে হয়? সিলেট মহানগরী যেন প্রশাসন বিহীন একটা নগরী! মতবিনিময় সভায় উপস্থিত নারী নেতৃবৃন্দ আগামী ১০ সেপ্টেম্বর বুধবার ৩ ঘন্টার অবস্থান কর্মসূচীতে সিলেট মহানগরীর সর্ব মহলের নারী নেতৃবৃন্দ, সচেতন নারীসমাজ ও অভিভাবক সহ শিশুদের নিয়ে আমাদের অধিকার আদায়ের আন্দোলনে অংশগ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ করেন।
সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও নারী সংগঠক মেহরিন তালুকদার দিয়া’র পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিকস’র মহিলা শাখার প্রতিষ্ঠাতা সদস্য দিলারা ইয়াসমিন শিউলী। ১০ সেপ্টেম্বর বুধবার ৩ ঘন্টার অবস্থান কর্মসূচী সফলে বিভিন্ন মতামত উপস্থাপন করে নারী নেতৃবৃন্দদের মধ্য থেকে বক্তব্য রাখেন, ফরিদা আখতার চৌধুরী, রিনা বেগম, আবিদা খানম তাসমিয়া, আদিবা খানম তাবিয়া, নাহিন আক্তার, আনিকা আক্তার, রুমানা আক্তার, মোরশিদা আক্তার পলি, মোছাঃ ফাতেমা খানম, শাহানারা আহমেদ জেনি, ছালেহা বেগম, শিবলী বেগম, মাহবুবা সুলতানা মনি, নুরজাহান বেগম, নাদিরা বেগম, মরিয়ম বেগম, আনোয়ারা বেগম, ছায়ারুন নেছা, শেফুল খানম, রাজন বিবি, শেফালী বেগম, মিছমা বেগম ও আয়েশা বেগম।
সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে ৭ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা ৭.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট মহানগরীর ব্যবসায়ী নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালিঘাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন, আম্বরখানা পালকি রেষ্টুরেন্টের চিপ অব ডেভোলাপমেন্ট এন্ড হসপিটালিটি মাসুম মিয়াজী, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের। মতবিনিময় সভা থেকে আগামী ১০ সেপ্টেম্বর বুধবার সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে ৩ ঘন্টা অবস্থান কর্মসূচীতে সিলেট মহানগরীর ব্যবসায়ী নেতৃবৃন্দদের নিজ নিজ ব্যবসায়ী সংগঠনের ব্যানার সহ সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে উপস্থিত থাকার জন্য আহবান জানান কালিঘাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন।