১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

এমসি কলেজ ছাত্রাবাসে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে আহত ৪ শিক্ষার্থী

এমসি কলেজ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ ১০:৪৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / ১০২ বার পড়া হয়েছে।

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের ভেতরে অবস্থিত একটি টিলায় বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে টিলার ছোট-বড় বেশ কিছু গাছপালা পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে ইফতারের সময় ছাত্রাবাসের টিলায় হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিভাতে যাওয়া ৪ জন শিক্ষার্থী সেখানে আহত হন ।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন জানান, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এমসি কলেজের টিলায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।”

ছাত্রাবাসের শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রতিবছর শুষ্ক মৌসুমে এই টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাদের ধারণা, টিলায় প্রায়ই বহিরাগতদের আনাগোনা থাকে। তাদের ফেলে দেওয়া সিগারেটের আগুন থেকে অথবা পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। তারা অবিলম্বে টিলাসহ ছাত্রাবাসের সীমানা দেয়াল অথবা কাঁটাতার দিয়ে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এর আগেও গত বছরের ১১ মার্চ রাতে ছাত্রাবাসের টিলায় আগুন লাগে। তখন কলেজ ছাত্রাবাসের ছাত্র ও ফায়ার সার্ভিসের সহায়তায় বড় ধরনের ক্ষতি থেকে টিলাটি রক্ষা পায়।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য