হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ৯ বছরের এক শিশুকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে সুজিত দাশ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আলীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।আটক সুজিত দাশ একই উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের শচীন্দ্র দাশের ছেলে।বাজারের ব্যবসায়ীরা জানান, সন্ধ্যায় আলীগঞ্জ বাজারের একটি দোকানে নিয়ে ৯ বছর বয়সী এক শিশুকণ্যাকে ধর্ষণের চেষ্টা করেন সুজিত। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাকে আটক করে। পরে বানিয়াচং থানায় খবর দিলে উপ পরিদর্শক (এসআই) সজীব ঘোষ তাকে আটক করে থানায় নিয়ে যান।এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান- এ ঘটনায় শিশুটির মা থানায় মামলা দায়ের করেছেন। আটক সুজিতকে আজ বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT