Youth Creation মানবকল্যাণমূলক যুব সংগঠন এর পক্ষথেকে পবিত্র রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইফতার বিতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে । ২০ মার্চ বৃহবার সিলেটের কীনব্রিজ এলাকায় এ ইফতার সামগ্রী বিতরন করেন সংগঠনের নেতাকর্মীরা, ইফতার সামগ্রী বিতরন কালে কালারফুল সিলেট সংগঠনের প্রতিনিধি এবং সিলেট রক্তের সন্ধানে আমরা সংগঠনের সদস্যরাও সহযোগিতা করে।
সংগঠনের দায়িত্বশীলরা বলেন, “রমজান আমাদের শেখায় সহমর্মিতা ও মানবিকতার গুরুত্ব। আমরা চেষ্টা করেছি সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াতে, যাতে তারা একসাথে ইফতারের আনন্দ উপভোগ করতে পারেন। ভবিষ্যতেও আমরা এমন কার্যক্রম অব্যাহত রাখতে চাই।”
Youth Creation-এর পক্ষ থেকে এই উদ্যোগ সফল করতে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সংগঠনটি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT