দীর্ঘদিন ধরে নবাং-সুতারকান্দি-শ্রীধরা সড়কের বেহাল দশা

- আপডেট সময়ঃ ০৫:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- / ৯ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজারের নবাং-সুতারকান্দি-শ্রীধরা গ্রামীণ সড়কের বেহাল দশার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটিতে বড় বড় গর্তের সৃৃৃষ্টি হয়েছে, কোথাও আবার ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। তবে, পর্যাপ্ত বরাদ্দের অভাবেই সংস্কার কাজ সম্ভব হচ্ছে না বলে দাবি করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
সড়কটির বেশির ভাগ অংশ ভেঙে গর্তের সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টি হলেই সড়কটি পরিণত হয় ছোটখাটো ডোবায়। সড়কের বেহাল অবস্থার কারণে সীমাহীন দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
বিয়ানীবাজার পৌরসভাসহ মাথিউরা ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের অনত্যম সড়ক এটি। ফলে বাধ্য হয়ে সীমাহীন দুর্ভোগের মধ্য দিয়েই প্রতিদিন যাতায়াত করছে যানবাহনগুলো।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এ কর্মকর্তা জানান, জিডি মেইনটেনেন্স এর জন্য আবদেন করা হবে। বরাদ্ধ আসলে কাজ শুরু করা সম্ভব হবে।
কার্পেটিং, ইট-খোয়া উঠে খানাখন্দের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। জনগুরুত্বপূর্ণ বিবেচনায় এই সড়কটি দ্রুত সংস্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।