গাজায় ইসরায়েলের নৃসংস বর্বর আগ্রাসনের প্রতিবাদে ময়মনসিংহের টাউন হল মোরে বিক্ষোভ মিছিল

- আপডেট সময়ঃ ০৪:৪৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / ৪৯ বার পড়া হয়েছে।

ময়মনসিংহ নগরীর টাউন হল মোরে ফিলিস্তিনের গাজার মুসলমানদের ওপর ইহুদি-নাসারাদের পরিকল্পিত বর্বরোচিত হামলা ও মুসলিম নারী-শিশুসহ গাজার মুসলিম নিধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহের সর্বস্তরের তৌহিদি জনতা।
সোমবার সকাল ১১টায় নগরীর টাউন হল মোরে এই বিক্ষোভ মিছিলে লাখো তৌহিদি মুসলিম জনতা একত্রিত হয়ে টাউন হল মোর থেকে ময়মনসিংহ, নতুন বাজার,জিরোপয়েন্ট বড় মসজিদ, কালীবাড়ি, সার্কিট হাউস মাঠ, বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে ময়মনসিংহের টাউন হল মোরে এসে সমবিত হয়।ওই সময় আল্লাহ আকবর ধ্বনিতে মুখরিত হয়ে যায় টাউন হল মোর।
তৌহিদি জনতার বিক্ষোভ থেকে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠে আসে তাদের স্লোগানে। এসময় ইসরায়েলি পণ্য বর্জনেরও ডাক দেওয়া হয়।পাশাপাশি বিক্ষোভকারীরা গাজাবাসীর নিরাপত্তা, আল আকসা পুনরুদ্ধার,মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে জিহাদের ডাক দেন তারা।পরিশেষে সারা ফিলিস্তিন মুসলমানদের মুক্তিও শান্তি কামনা করে ।