০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ১৪ জনের কারাদণ্ড

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০৩:৫১:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / ১০৪ বার পড়া হয়েছে।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বদরগাজি এলাকায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১২ অক্টোবর) ভোর ৫টা থেকে সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের একটি দল সহযোগিতা করে। অভিযানে বালু উত্তোলনে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের নেতৃত্বে গঠিত মোবাইল কোর্টে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নুর উদ্দিন (৩৩), জাকারিয়া (২৬), শাহজাহান মিয়া (৩২), শাহীন মিয়া (২১), ওয়াহিদ মিয়া (২৩), আব্দুল করিম জুনেদ (১৯), মো. ইউসুফ (২৩), মো. এনামুল হক (১৯), মো. জামাল মিয়া (২১), রিপন মিয়া (২৪), মো. নয়ন মিয়া (২২), মো. আতর আলী (৪২), মো. নুরুল ইসলাম (৪৩) ও মো. সারাজ মিয়া (৩০)। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ ও ধ্বংস করা হয়।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, বদরগাজি এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশাসনের এই অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন