০৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

বিএনপির ৩১ দফা রাজনীতির মহাকাব্য: সালাহউদ্দিন আহমদ।

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ১১:৫২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • / ৬৯ বার পড়া হয়েছে।

আওয়ামী লীগের ইতিহাস হলো গণতন্ত্র হত্যা ও একদলীয় শাসনব্যবস্থার প্রবর্তন মন্তব্য করে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, ‘সাংবিধানিক ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা বিলোপ করে একদলীয় বাকশাল কায়েমের ইতিহাস হলো আওয়ামী লীগের। এই চোরতন্ত্রের ওয়ারিশী ব্যবস্থা আওয়ামী লীগের শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত চলেছে।’ শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক খুলনা-বরিশাল বিভাগীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সেমিনারের আয়োজন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। কর্মসূচির দ্বিতীয় দিনে শনিবার (১৭ মে) নগরীর সার্কিট হাউজ ময়দানে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে হবে বলে জানা গেছে।

সালাউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি ঘোষিত ৩১ দফা রাজনীতির মহাকাব্য। এই দফার মধ্যেই শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ মানুষের মৌলিক অধিকার এবং বাস্তবায়নের পথ দেখানো হয়েছে। আমাদের এই ভাবনাকে জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। দলের সকল নেতাকর্মী, তরুণরা প্রত্যেকেই এই ৩১ দফার অ্যাম্বাসেডর।’

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের মধ্যদিয়ে প্রবঞ্চনামূলক যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়েছিল ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে, তাতে রাষ্ট্রের অভিভাবকত্বের মধ্যে দুনীর্তিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হয়েছিল। সেই অবস্থা থেকে মুক্তির জন্য আমাদের শত শত নেতাকর্মীদের জীবন দিতে হয়েছে। জনতার রক্তের যে প্রত্যাশা বা আকাঙ্ক্ষা সেটিকে ঊর্ধ্বে তুলে ধরে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিশালী করে সবার আগে বাংলাদেশ, এই নীতি আমাদের প্রতিষ্ঠিত করতে হবে।’বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিনের উপস্থাপনায় সেমিনারে আরো বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বিডিজবসর প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর, ড. মারুফ মল্লিক, সম্পাদক রেজাউল করিম রনি, ডা: সায়েম মোহাম্মদ, অধ্যাপক ড. সাইফুল ইসলাম খন্দকার, শাহীর চৌধুরী, অধ্যাপক ড: শামীমা সুলতানা, ড. তৌফিক জোয়ার্দার প্রমুখ।এছাড়া বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বাবী হেলাল, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বিএনপির ৩১ দফা রাজনীতির মহাকাব্য: সালাহউদ্দিন আহমদ।

আপডেট সময়ঃ ১১:৫২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

আওয়ামী লীগের ইতিহাস হলো গণতন্ত্র হত্যা ও একদলীয় শাসনব্যবস্থার প্রবর্তন মন্তব্য করে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, ‘সাংবিধানিক ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা বিলোপ করে একদলীয় বাকশাল কায়েমের ইতিহাস হলো আওয়ামী লীগের। এই চোরতন্ত্রের ওয়ারিশী ব্যবস্থা আওয়ামী লীগের শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত চলেছে।’ শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক খুলনা-বরিশাল বিভাগীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সেমিনারের আয়োজন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। কর্মসূচির দ্বিতীয় দিনে শনিবার (১৭ মে) নগরীর সার্কিট হাউজ ময়দানে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে হবে বলে জানা গেছে।

সালাউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি ঘোষিত ৩১ দফা রাজনীতির মহাকাব্য। এই দফার মধ্যেই শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ মানুষের মৌলিক অধিকার এবং বাস্তবায়নের পথ দেখানো হয়েছে। আমাদের এই ভাবনাকে জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। দলের সকল নেতাকর্মী, তরুণরা প্রত্যেকেই এই ৩১ দফার অ্যাম্বাসেডর।’

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের মধ্যদিয়ে প্রবঞ্চনামূলক যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়েছিল ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে, তাতে রাষ্ট্রের অভিভাবকত্বের মধ্যে দুনীর্তিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হয়েছিল। সেই অবস্থা থেকে মুক্তির জন্য আমাদের শত শত নেতাকর্মীদের জীবন দিতে হয়েছে। জনতার রক্তের যে প্রত্যাশা বা আকাঙ্ক্ষা সেটিকে ঊর্ধ্বে তুলে ধরে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিশালী করে সবার আগে বাংলাদেশ, এই নীতি আমাদের প্রতিষ্ঠিত করতে হবে।’বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিনের উপস্থাপনায় সেমিনারে আরো বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বিডিজবসর প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর, ড. মারুফ মল্লিক, সম্পাদক রেজাউল করিম রনি, ডা: সায়েম মোহাম্মদ, অধ্যাপক ড. সাইফুল ইসলাম খন্দকার, শাহীর চৌধুরী, অধ্যাপক ড: শামীমা সুলতানা, ড. তৌফিক জোয়ার্দার প্রমুখ।এছাড়া বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বাবী হেলাল, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন