সিলেটে ৪৪টি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে যা যা নিষিদ্ধ।

- আপডেট সময়ঃ ০১:০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / ২৯ বার পড়া হয়েছে।

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। এ পরীক্ষা উপলক্ষে সিলেট মহানগরীতে সর্বসাধারণের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।গণবিজ্ঞপ্তিতে ৪৪টি পরীক্ষা কেন্দ্রের নাম প্রকাশ করে এসব কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, গান বাজনাসহ জননিরাপত্তার জন্য হুমকি সকল কাজ নিষিদ্ধ করা হয়।বুধবার রাত সাড়ে আটটার দিকে এসএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এসএসসি,ভোকেশনাল ও দাখিল পরীক্ষা উপলক্ষ্যে সিলেট মহানগর পুলিশের আওতাধীন পরীক্ষা কেন্দ্র সমূহে পরীক্ষা চলাকালীন সময়ে সিলেট মহানগরী পুলিশ আইন-২০০৯ সালের ধারা ২৯, ৩০, ৩১, ৩২ অনুযায়ী প্রদত্ত ক্ষমতা বলে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, গান বাজনা, ঢাকঢোল বাজানো, লাউড স্পীকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি বহন, বিস্ফোরক দ্রব্য, ইট পাথর ইত্যাদি বহণ/ব্যবহারসহ শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোন কাজ করা নিষিদ্ধ ঘোষণা করা হলো। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রকে পরীক্ষা চলাকালীন অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হলো। এই আদেশ আজ বৃহস্পতিবার ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৪৪ কেন্দ্রগুলো হলো-
১.সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা, সিলেট ।
২.সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেট।
৩.সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সিলেট।
৪.কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেট।
৫.রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, সিলেট।
৬.দি এইডেড হাই স্কুল, সিলেট।
৭.পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, সিলেট।
৮.পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, সিলেট।
৯.কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেট।
১০.রাজা জি সি উচ্চ বিদ্যালয়, সিলেট।
১১.ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়, সিলেট।
১২.হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়, সিলেট।
১৩.রাজারগাঁও উচ্চ বিদ্যালয়, সিলেট।
১৪.জামেয়া রহমানিয়া তায়িদুল ইসলাম, ফতেহপুর, কামিল মাদ্রাসা, সিলেট ১৫.শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, পাঠানটুলা, সিলেট।
১৬.শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ, সিলেট।
১৭.বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজ, সিলেট।
১৮.আম্বরখানা গার্লস স্কুল ও কলেজ, সিলেট।
১৯.আব্দুল গফুর ইসলামীয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, সিলেট।
২০.এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়, সিলেট।
২১.ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়, সিলেট।
২২.দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেট।
২৩.সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়, সিলেট।
২৪.মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুরমা, সিলেট ।
২৫.সরকারি টেকনিকাল স্কুল এন্ড কলেজ, দক্ষিণ সুরমা, সিলেট।
২৬.লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়, সিলেট।
২৭.জালালাবাদ বিএল উচ্চ বিদ্যালয়, সিলেট।
২৮.লালাবাজার ফাজিল মাদ্রাসা, সিলেট।
২৯.নবারুন উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুরমা, সিলেট।
৩০.জালালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, সিলেট।
৩১.রেবতী রমন দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, সিলেট।
৩২.ইছরাব আলী হাই স্কুল এন্ড কলেজ, মোগলাবাজার, সিলেট।
৩৩.জালালপুর উচ্চ বিদ্যালয়, সিলেট।
৩৪.জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, সিলেট।
৩৫.রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট।
৩৬.আল আমিন জামিয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়, সিলেট।
৩৭.হযরত শাহজালাল (রহ.) উচ্চ বিদ্যালয়, মেজরটিলা, সিলেট।
৩৮.সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়, সিলেট।
৩৯.শাহপরাণ (রহ.) উচ্চ বিদ্যালয়, সিলেট।
৪০.শাহ্জালাল উপশহর হাইস্কুল, সিলেট।
৪১.শাহ্জালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেট।
৪২.ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুল, সিলেট।
৪৩.সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট সেনানিবাস, সিলেট।
৪৪.জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল,জালালাবাদ সেনানিবাস ,সিলেট।