হাসপাতালে মু-মূ-র্ষু অবস্থায় কাতরাচ্ছে সড়ক দু-র্ঘ-টনা-য় আহত জুমন, আর্থিক সহযোগিতা কামনা

- আপডেট সময়ঃ ০৩:২৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
- / ৫১ বার পড়া হয়েছে।

গত ১১ এপ্রিল বিকেলে বিয়ানীবাজার থেকে মৌলভীবাজার যাওয়ার পথে কুলাউড়া ব্রাহ্মণবাজার এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবির মৃত্যুবরণ করেছে। তবে আকস্মিকভাবে আবিরের সাথে থাকা জুমন মারাত্মকভাবে আহত হয়ে সিলেটের আল হারামাইন হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে হিমসিম খাচ্ছেন পরিবারের সদস্যরা। এমতাবস্থায় জুমনের পরিবার সকলের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।
জানা যায়, গত ১১ এপ্রিল বিয়ানীবাজার থেকে মৌলভীবাজার যাওয়ার পথে কুলাউড়া ব্রাহ্মণবাজার এলাকায় জুমন ও আবির মোটরসাইকেল এক্সিডেন্ট করে। এক্সিডেন্টে আবির মারা গেলেও আল হারামাইন হাসপাতালের আইসিইউেতে মুমূর্ষ অবস্থায় কাতরাচ্ছে জুমন। জুমনের মুখের অবস্থা এতোটাই খারাপ পর্যায়ে চলে গিয়েছে ডাক্তার পরামর্শ দিয়েছেন তার প্লাস্টিক সার্জারী লাগবে। এতে চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাদের সর্বস্ব উজাড় করে প্রাণ রক্ষার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে জুমনের পরিবার। কিন্তু এখন তাদের পক্ষে একেবারে অসম্ভব হয়ে পড়েছে চিকিৎসা সেবার অর্থ সংকট। এমতাবস্থায় চিকিৎসা চালিয়ে যেতে প্রচুর টাকার প্রয়োজন। তাই উপজেলাবাসীসহ সর্বস্তরের নিকট অর্থ সহায়তার আকুল আবেদন জানিয়েছে তার পরিবার। জুমনের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামে।
অনুদান পাঠানোর বিকাশ নম্বরগুলো:
BKash personal: 01331346359
bkash parsonal: 01321588124
bkash parsonal: 01948382743