০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
সংবাদ শিরোনামঃ
এতিমের ঈদ

মিসবাহ উদ্দিন :
- আপডেট সময়ঃ ০২:৩২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
- / ৪১ বার পড়া হয়েছে।

বছর ঘুরে মুসলমানদের
আসে দু’টি ঈদ
আসার পরে কারো ঘরে
হয়না রাতে নিদ।
আমার কাছে পড়লো ধরা।
হয়নি দেখা ভুল।
পাশের বাড়ির নিরুর – মা , যে
পায়না খুজে কুল ।
নেই যে তাদের নতুন জামা ।
এই খুশির ঈদে ।
পায়নি খেতে ফিরনি – পায়েস
পেটে ভীষন খিদে ।
ক্ষুধার জ্বালায় ছেলে – মেয়ের
জ্বল নামিলো চুখে।
ঈদের দিনে কাদঁছে ওরা
পিতাহারা শোকে ।
ট্যাগসঃ