০৩:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

কোম্পানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০২:০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • / ৮ বার পড়া হয়েছে।

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের তেলিখাল নামকস্থানে ডাকাতের বাধা রশিতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই তরুণ।

নিহত সবুজ আহমদ (২৫) কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর কলাবাড়ি গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র।

বৃহস্পতিবার (১৭ জুলাই ) দিবাগত রাত একটার দিকে সিলেট থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অপর দুজন হচ্ছে সুমন আহমদ ও শরীফ আহমদ।

উত্তর কলাবাড়ি গ্রামের বাসিন্দা ইমরান আলী জানান, নিহত সবুজ আহমদ তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল যোগে সিলেট থেকে বাড়ি ফিরছিলেন। তেলিখাল এলাকার কাটাখাল নামক স্থানে আগ থেকেই সড়কে রশি বেঁধে রেখেছিল ডাকাতদল। সেখানে পৌঁছা মাত্র রশি খেয়াল করতে না পেরে দুর্ঘটনা কবলে পড়েন এই তিন মোটরসাইকেল আরোহী । এতে ঘটনাস্থলে সবুজ আমাদের মৃত্যু হয়। গুরুতর আহত হন অপর দুইজন সুমন আহমদ ও শরীফ আহমদ।

সুমন আহমেদের বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর কলাবাড়ি গ্রামে। শরীফ আহমদ একই উপজেলার বুড়দেও গ্রামের বাসিন্দা। তারা দুজন ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এমরান আলী আরো জানান, নিহত সবুজ আহমদ পেশায় একজন ব্যবসায়ী।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র কর্মকার জানান, নিহতের লাশ সুরতহাল করে ওসমানীর মর্গে পাঠানো হয়েছে। আর আহত দু’জন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

কোম্পানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের

আপডেট সময়ঃ ০২:০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের তেলিখাল নামকস্থানে ডাকাতের বাধা রশিতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই তরুণ।

নিহত সবুজ আহমদ (২৫) কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর কলাবাড়ি গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র।

বৃহস্পতিবার (১৭ জুলাই ) দিবাগত রাত একটার দিকে সিলেট থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অপর দুজন হচ্ছে সুমন আহমদ ও শরীফ আহমদ।

উত্তর কলাবাড়ি গ্রামের বাসিন্দা ইমরান আলী জানান, নিহত সবুজ আহমদ তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল যোগে সিলেট থেকে বাড়ি ফিরছিলেন। তেলিখাল এলাকার কাটাখাল নামক স্থানে আগ থেকেই সড়কে রশি বেঁধে রেখেছিল ডাকাতদল। সেখানে পৌঁছা মাত্র রশি খেয়াল করতে না পেরে দুর্ঘটনা কবলে পড়েন এই তিন মোটরসাইকেল আরোহী । এতে ঘটনাস্থলে সবুজ আমাদের মৃত্যু হয়। গুরুতর আহত হন অপর দুইজন সুমন আহমদ ও শরীফ আহমদ।

সুমন আহমেদের বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর কলাবাড়ি গ্রামে। শরীফ আহমদ একই উপজেলার বুড়দেও গ্রামের বাসিন্দা। তারা দুজন ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এমরান আলী আরো জানান, নিহত সবুজ আহমদ পেশায় একজন ব্যবসায়ী।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র কর্মকার জানান, নিহতের লাশ সুরতহাল করে ওসমানীর মর্গে পাঠানো হয়েছে। আর আহত দু’জন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন