সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

বিয়ানীবাজারে আজ জার্নালিস্টস এসোসিয়েশনের বর্ণিল পিঠা উৎসব

সংবাদ বিজ্ঞপ্তি:
  • আপডেট সময়ঃ ০১:১৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ১০১ বার পড়া হয়েছে।

ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতিকে ধারণ করে বিয়ানীবাজার জার্নালিস্টস এসোসিয়েশনের উদ্যোগে আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিঠা উৎসব। টানা দ্বিতীয়বারের মতো আয়োজিত এ উৎসবকে ঘিরে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

পৌরশহরের উত্তরবাজারে প্রেসক্লাব কার্যালয়ের সামনে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে। উৎসবে গ্রামীণ ঐতিহ্যের নানা স্বাদের পিঠা নিয়ে অংশগ্রহণ করবে একাধিক স্টল। ফলে দর্শনার্থীরা এক ছাদের নিচে দেশীয় পিঠার বৈচিত্র্য উপভোগের সুযোগ পাবেন।

আয়োজকরা জানান, শুধু খাবারের উৎসব নয়—এ আয়োজনের মাধ্যমে স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করাই তাদের লক্ষ্য।

উৎসবে সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে আমন্ত্রণ জানিয়েছেন বিয়ানীবাজার জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি এম এ ওমর, সাধারণ সম্পাদক আমিনুল হক দিলু, উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক ইমাম হাসনাত সাজু এবং সদস্য সচিব আব্দুল কাদির রাজু।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এ উৎসব বিয়ানীবাজারে সাংস্কৃতিক চর্চা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন