০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ডাক্তার ও ঔষধ সংকটে ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময়ঃ ০৯:২২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / ১০৩ বার পড়া হয়েছে।

সিলেটের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘ এক বছর ধরে মারাত্মক ডাক্তার সংকটে ভুগছে। ৫০ শয্যা বিশিষ্ট এই সরকারি হাসপাতালটি শুধু বিয়ানীবাজার উপজেলার নয়, পাশাপাশি বড়লেখা ও জকিগঞ্জ থেকেও অসংখ্য রোগী চিকিৎসার জন্য এখানে আসেন। কিন্তু পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রোগীরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

বর্তমানে একজন মেডিকেল অফিসার ও কয়েকজন ডিএমএফ  চিকিৎসকের ওপর নির্ভর করেই জরুরি বিভাগ ও আউটডোর চালানো হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় জটিল রোগীদের প্রয়োজনীয় সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে অনেককে বাধ্য হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বা প্রাইভেট ক্লিনিকে যেতে হচ্ছে।

অন্যদিকে, হাসপাতালটিতে পর্যাপ্ত পরিমাণ ঔষধ সরবরাহ না থাকায় রোগীদের ভোগান্তি আরও বেড়েছে। রোগীরা অভিযোগ করেছেন—ডাক্তার নেই, ঔষধ নেই—এই অবস্থায় তারা মারাত্মক সমস্যায় পড়েছেন।

স্থানীয়রা জানান, এই হাসপাতালটি এলাকার লাখো মানুষের একমাত্র ভরসা। তাই অবিলম্বে পর্যাপ্ত সংখ্যক ডাক্তার নিয়োগ এবং পর্যাপ্ত ঔষধ সরবরাহ নিশ্চিত করার দাবি তুলেছেন তারা। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে সাধারণ মানুষ আরও ভয়াবহ চিকিৎসা সংকটে পড়বে।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য