সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নারীসহ গ্রেফতার ৬

- আপডেট সময়ঃ ০৮:০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে।

সিলেটে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মহানগরীর একটি আবাসিক হোটেল থেকে দুই নারীসহ ৬ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৪ জুলাই) দুপুর দেড়টার দিকে নগরীর তালতলার ‘ছাদী গেস্ট হাউস’-এর একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—মো. আফতাব উদ্দিন (৪৫), কয়েছ উদ্দিন (২০), মো. ফয়জুল ইসলাম (৪৩), মো. পারভেজ মিয়া (২৪), মোছা. মাহিনুর আক্তার (১৯) ও রোকেয়া বেগম (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাদী গেস্ট হাউসের ২য় তলার ৬০৬ নম্বর কক্ষে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৪ জন পুরুষ ও ২ জন নারীকে হাতেনাতে আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করে অতিরিক্ত এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মাদ সাইফুল ইসলাম জানান, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।