০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

সিলেটে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০২:৩৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / ৭৯ বার পড়া হয়েছে।

সিলেটে রাহাত হোসেন নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে নগরীর লাক্কাতুরা এলাকায় এ ঘটনা ঘটে। রাহাত নগরীর বনকলাপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে।

পরিবার জানায়, ধারালো অস্ত্রের আঘাতে রাহাতের হাত ও পায়ের রগ কেটে গেছে। সে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রাহাতের বাবা বলেন, মঙ্গলবার রাতে রাহাতের এক বন্ধুর বাবা মারা যান। বন্ধুর সঙ্গে দেখা করতে যায় সে। সেখানে হেলমেট পরে কয়েকজন এসে তাঁকে কুপিয়ে চলে যায়। হাত ও পায়ের রগ কেটে যাওয়ার পাশাপাশি রাহাতের পায়ের হাড় ভেঙে গেছে। বাম হাতের দুটি আঙুল আলাদা হয়ে গেছে। সারা শরীরেই জখম রয়েছে।

রাহাতের ভাই ফাহিম হোসেন বলেন, কে বা কারা আমার ভাইকে কুপিয়ে আহত করেছে, তা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। আপাতত আমরা তাঁর চিকিৎসা নিয়ে ব্যস্ত রয়েছি। বুধবার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাহাতের অস্ত্রোপচার হবে।

এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয় একদল দুর্বৃত্ত রাহাতের ওপর হামলা চালায়। তাঁর পা ও হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। হামলাকারীদের বিষয়ে পরিবার কিছু জানায়নি। চিকিৎসা শেষে তারা বিস্তারিত জানাবে বলেছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন