০৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনামঃ
সিলেটের কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ আর নেই
স্টাফ রিপোর্টার:
- আপডেট সময়ঃ ০১:৫৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ৫০ বার পড়া হয়েছে।

সিলেটের কনটেন্ট ক্রিয়েটর দিপংকর দাস দ্বীপ মারা গেছেন। বুধবার (১১ নভেম্বর) ভোরে মালেশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দ্বীপ নগরীর গোপালটিলা এলাকার বাসিন্দা। মা-বাবা ও এক ছোট রয়েছে দ্বীপদের পরিবারে।
সম্প্রতি দ্বীপ উচ্চশিক্ষার জন্য মালেশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতে যান।
পারিবারিক সূত্র জানায়, বাসায় হঠাৎ শরীর খারাপ হলে তার সহপাঠীরা তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। এসময় চিকিৎসকরা জানান দ্বীপ হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
তার মৃত্যুতে সামাজিক সংগঠনসহ সংস্কৃতি কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ট্যাগসঃ
#EmranAhmedChowdhury ১৭ বছর ধরে নির্মাণের জন্য ফাইলবন্দি সেতু BNP mayor-zohran-mamdani-nypd-resignation এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জ ধানেরশীষ বাস্তবে নেই কোনো পদক্ষেপ বিএনপি বিয়ানীবাজার শাকিব খান




















