১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনামঃ
সিলেট-৬ আসনে জমিয়তের প্রার্থী হাফিজ ফখরুল ইসলাম

সিলেট ব্যুরো
- আপডেট সময়ঃ ০৭:৪৭:০২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ১৫৪ বার পড়া হয়েছে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।
শনিবার (৯ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী খেজুর গাছ প্রতীকের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেন। ঘোষণার সময় কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় মহাসচিব বলেন, “আমরা সিলেট-৬ আসনে একটি সৎ, যোগ্য ও দ্বীনদার নেতৃত্ব দিতে চাই। জনগণ ইনশাআল্লাহ খেজুর গাছ প্রতীকের পক্ষে রায় দিবেন।”
দলীয় সূত্রে জানা যায়, মনোনয়ন পাওয়ার পর হাফিজ ফখরুল ইসলাম নির্বাচনী মাঠে কর্মী ও সমর্থকদের সাথে ব্যাপক যোগাযোগ শুরু করেছেন।
ট্যাগসঃ



















