০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
সংবাদ শিরোনামঃ
বিয়ানীবাজার সরকারি কলেজের অনার্স ভর্তি পরীক্ষা কেন্দ্র সরকারি মদন মোহন কলেজ

স্টাফ রিপোর্টার
- আপডেট সময়ঃ ১১:৪৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / ৬৪ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজার সরকারি কলেজের অনার্স ভর্তি পরীক্ষা কেন্দ্র হিসেবে সরকারি মদনমোহন কলেজকে মনোনীত করা হয়েছে। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা থেকে এ তথ্য জানা যায়।
বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ টি বিভাগে মোট ৬৫০ টি আসন সংখ্যা রয়েছে। নির্ধারিত আসনের বিপরীতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৭০৯ জন শিক্ষার্থী।আগামী ৩১ মে শনিবার অনুষ্ঠিতব্য এই ভর্তি পরীক্ষায় বিয়ানীবাজারে থেকে গিয়ে সিলেটে নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নেয়ার ঝুঁকি ও আর্থিক সঙ্গতির বিষয়টি নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এখন উদ্বিগ্ন। বিয়ানীবাজার সরকারি কলেজেই এই কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা কেন্দ্র হিসেবে মনোনীত করা হলে সুবিধা পাবেন বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
ট্যাগসঃ